চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সংঘবদ্ধ হামলায় দুই ভাই নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের বড় মসজিদ পাড়ার মিন্টো মিয়া (৬০) ও তাঁর ছোট ভাই হামজা আলী (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তাঁরা দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন।
এ সময় পূর্ব বিরোধের জেরে একদল লোক ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা এক বিবৃতিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিবেশে উত্তেজনা বিরাজ করছে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ২২