Ridge Bangla

অস্কারের জন্য জমা পড়ল ৫টি বাংলাদেশি সিনেমা

৯৮তম অস্কার আসর আগামী বছরের ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এই আসরের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিতে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। বাংলাদেশ অস্কার কমিটি এই পাঁচটির মধ্য থেকে একটি ছবি বাছাই করে চূড়ান্তভাবে অস্কারে পাঠাবে।

চলতি মাসের শুরুতে অস্কারে অংশগ্রহণের জন্য ছবি আহ্বান করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) পরিচালিত অস্কার বাংলাদেশ কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল ছবির জমাদানের শেষ দিন।

নির্ধারিত সময়ের মধ্যে যে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে, তা হলো— সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী এবং ময়না। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ আজ (১৯ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে এবং ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি তিনটি ছবি আগেই মুক্তি পেয়েছে। অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচক কমিটি ইতোমধ্যে জমা পড়া ছবিগুলো পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, “শিগগিরই আমরা ছবিগুলো ব্যক্তিগতভাবে দেখা শুরু করব। পর্যালোচনা একসঙ্গে বসে করা হবে। আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে মূল্যায়ন শুরু হবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

অস্কার কর্তৃপক্ষের কাছে ছবি জমা দেওয়ার শেষ সময় ৩১ সেপ্টেম্বর, তাই বাংলাদেশ কমিটি সময়মতো চূড়ান্ত ছবি সাবমিট করার প্রস্তুতি নিচ্ছে। ১৬ ডিসেম্বর অস্কারের শর্টলিস্ট ঘোষণা করা হবে। পরে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত পাঁচটি সিনেমার তালিকা প্রকাশিত হবে। এর মধ্য থেকে একটি সিনেমা ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ হিসেবে অস্কার জিতবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন