Ridge Bangla

কোনো ষড়যন্ত্রেই ব্যাহত হবে না নির্বাচন: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই। জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, তাই এবার তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে শিক্ষক-কর্মচারী জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, বিএনপি সব সংকটে মানুষের পাশে থেকেছে। ১৯৭১ সালে যে দলের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল, তারা করেনি; বরং কেউ আত্মসমর্পণ করেছেন, কেউ পালিয়েছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে লড়াই করেছেন এবং দেশ স্বাধীন হওয়ার পর ব্যারাকে ফিরে গেছেন। এজন্যই দেশের মানুষ তাকে ভালোবেসে ক্ষমতায় বসিয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণসহ যৌক্তিক দাবি মেনে নেবে। এটি দলের ৩১ দফা ঘোষণায় অন্তর্ভুক্ত। জনগণ যেভাবে দায়িত্ব দেবে, বিএনপি তা মেনে নেবে। তিনি রাজনীতিতে সমাধানের পথ হিসেবে আলোচনার ওপর জোর দেন। এ সময় তিনি সমালোচনা করে বলেন, এখন যারা হুংকার দিচ্ছেন, তারা আসলে ফ্যাসিস্টদের পুনর্বাসনের পথ তৈরি করছেন। কিন্তু জনগণ তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। ইনশাল্লাহ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন দিনাজপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন