Ridge Bangla

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান, দুই দিনে ৩৮০৮ মামলা

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতি ও শুক্রবারে দুদিনব্যাপী অভিযানের মূল লক্ষ্য ছিল দেশের প্রাণকেন্দ্র ঢাকার ট্রাফিক ব্যবস্থায় নিয়ম শৃঙ্খলা জোরদার করা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ২৪৮৫টি মামলা দেওয়া হয়। এ সময় ৪০৯টি যানবাহন ডাম্পিং এবং ৪০টি গাড়ি রেকার করা হয়।

পরের দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একই অভিযানে আরও ১৩২৩টি মামলা হয়। এছাড়া ২০২টি গাড়ি ডাম্পিং ও ১০২টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীতে যান চলাচল শৃঙ্খলায় আবদ্ধ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন