Ridge Bangla

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাল ফিফা

পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সংগঠন ফিফা (FIFA) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। বাংলা ১৪৩২ সালকে ঘিরে ফিফার এমন শুভেচ্ছা বার্তা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।

রোববার (১৪ এপ্রিল) ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘শুভ নববর্ষ ১৪৩২’ শিরোনামে একটি পোস্ট প্রকাশ করে। পোস্টটিতে বাংলাদেশের ফুটবল তারকাদের ছবি ও বার্তা ছিল—“আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।” এতে অংশ নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, তরুণ তারকা তারিক কাজী এবং হামজা চৌধুরীসহ আরও অনেকে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ উপলক্ষে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ফিফাকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, “বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা যখন আমাদের সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে নববর্ষে শুভেচ্ছা জানায়, তখন তা শুধু খেলাধুলার নয়, জাতিরও গর্বের বিষয় হয়ে ওঠে।”

বিশেষ এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে ফিফা বাংলাদেশের সংস্কৃতি ও ফুটবলের প্রতি আন্তর্জাতিক সংহতি ও সম্মান প্রদর্শন করেছে। অনেকেই মনে করছেন, ফিফার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করতে সহায়ক হবে।

আরো পড়ুন