Ridge Bangla

রাশিয়ার যুদ্ধবিমানের অনুপ্রবেশের পর ন্যাটোর পরামর্শ চাইলো এস্তোনিয়া

রাশিয়ার তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই ঘটনার পর দেশটির সরকার জানিয়েছে, গালফ অব ফিনল্যান্ডের আকাশে অনুমতি ছাড়াই প্রবেশ করে বিমানগুলো মোট ১২ মিনিট এস্তোনিয়ার আকাশে অবস্থান করে।

ঘটনার পর ন্যাটোর পূর্ব সীমান্ত সুরক্ষায় ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন যুদ্ধবিমান উড়িয়ে প্রতিক্রিয়া জানায়। ন্যাটোর এক মুখপাত্র এ ঘটনাকে রাশিয়ার বেপরোয়া আচরণের আরেকটি নিদর্শন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ঘটনা প্রমাণ করে ন্যাটোর দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা রয়েছে।

সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এর আগে ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড ও রোমানিয়া অভিযোগ করে জানিয়েছিল, রাশিয়ার ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। যদিও এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

এ ঘটনার পর এস্তোনিয়া ন্যাটোর অন্যান্য সদস্যদের সঙ্গে জরুরি আলোচনার অনুরোধ জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বাল্টিক অঞ্চলে রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ড ন্যাটো-রাশিয়া সম্পর্ককে আরও জটিল করে তুলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন