Ridge Bangla

জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দলের মূল শক্তি হলো জনগণ। জনগণের পাশে থাকতে হবে এবং জনগণকে দলের পাশে রাখতে হবে—এ বিষয়টি যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ব্যক্তিস্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে এবং জনগণের কাছে বিরূপ ধারণা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি উল্লেখ করেন, বিএনপি একটি পরিবার, আর নীতিনির্ধারকেরা এ পরিবারের অভিভাবক। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রস্তাবের ৯৫ শতাংশই বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ। তাই জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই কর্মসূচিকে ভিত্তি করে এগোতে হবে।

আগামী ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষের প্রতিটি কর্মী ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে জনরায় নিশ্চিত করতে হবে। তিনি নেতাকর্মীদের দুটি বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে বলেন—দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকা এবং দলের নামে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে।

সম্মেলনের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ ৯ বছর পর জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হলো।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন