স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরোধীরা আর কোনোদিন ফিরে আসবে না। তিনি জোর দিয়ে বলেন, ছাত্র-জনতার এই আন্দোলনে যেসব শহীদ আত্মত্যাগ করেছেন, তাদের রক্ত বৃথা যাবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ শিরোনামের গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গ্রাফিতিগুলোতে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগ চিত্রায়িত করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থান শুধু রাজনৈতিক আন্দোলন ছিল না; এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এ আন্দোলন সাধারণ মানুষের প্রত্যাশা ও শক্তিকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছে।” তিনি আরও বলেন, “এই গ্রাফিতি আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও তরুণ সমাজের আত্মত্যাগের কথা বারবার স্মরণ করিয়ে দেবে। এ নিয়ে কারও মনে সন্দেহ থাকা উচিত নয় যে সামনে নির্বাচিত সরকার এলেও গ্রাফিতি মুছে ফেলা হবে। বরং এটি থাকবে ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে।”
অনুষ্ঠানে রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, সেতু বিভাগের সচিব মমতাজ বেগম, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলামসহ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।