Ridge Bangla

আফগানিস্তানের নারী ক্রিকেটারদের মাঠে ফেরাতে পাশে দাঁড়ালো আইসিসি

তালেবান শাসনের কারণে আফগানিস্তানে নারীদের খেলাধুলার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আফগান নারী ক্রিকেটাররা। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা অন্যান্য দেশে। এই বাস্তুচ্যুত নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াতে এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সম্প্রতি আইসিসির এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের অংশগ্রহণে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে, যারা আফগান নারী ক্রিকেটারদের আর্থিক ও পেশাগত সহায়তায় কাজ করবে।

এই উদ্যোগের আওতায় একটি বিশেষ তহবিল গঠনের কথা রয়েছে, যার মাধ্যমে নারী ক্রিকেটারদের জন্য উচ্চমানের প্রশিক্ষণ, আধুনিক সুযোগ-সুবিধা এবং মানসিক সহায়তা নিশ্চিত করা হবে। এই তহবিল থেকে প্রত্যক্ষ আর্থিক সহায়তা প্রদান করে খেলোয়াড়দের আবার ক্রিকেটে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হবে।

মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের আহ্বান এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার চাপের মুখে আইসিসি এই কার্যকর উদ্যোগ নিয়েছে। নারী ক্রিকেটারদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই এই টাস্কফোর্সের মূল লক্ষ্য।

আরো পড়ুন