ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালিউডে। শুক্রবার দুপুরে জানা যায়, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ভক্তমহলও।
২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার জন্য ‘ইয়া আলি’ গানটি দিয়ে তিনি চলচ্চিত্র জগতে পরিচিতি পান। এরপর থেকে অসংখ্য বাংলা ও আসামি গানে কণ্ঠ দিয়েছেন। টালিউডের জনপ্রিয় তারকাদের ছবিতেও তার কণ্ঠে অনেক হিট গান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য— ‘মন মানে না’, ‘চোখের জলে ভাসিয়ে দিলাম’, ‘পিয়া রে পিয়া রে’, ‘বোঝে না সে বোঝে না’। জুবিন দেবের ছবিতেও তার কণ্ঠে গান গেয়েছেন।
বাঙালি সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলীর সঙ্গে নিয়মিত কাজ করেছেন জুবিন। মৃত্যুর খবর শোনার পর জিৎ বলেন, “আমার প্রাণের বন্ধু চলে গেল। ছোটবেলা থেকেই ওকে চিনি। আমাদের ৩০ বছরের বন্ধুত্ব। প্রথম বাংলা ছবি ‘প্রেমী’ থেকে ও আমার সঙ্গে ছিল। কত গান, কত ছবি আমরা একসাথে করেছি।” অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীরাও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। এক অভিনেতা লিখেছেন, “তোমায় মনে রাখব ভাই। তোমার আত্মার শান্তি কামনা করি।”
জিৎ গাঙ্গুলী আরও জানান, গত শুক্রবারেই জুবিনের সঙ্গে একটি নতুন গান রেকর্ড করেছেন, যা সোহম চক্রবর্তী অভিনীত একটি সিনেমায় ব্যবহার হওয়ার কথা ছিল। তাঁর অকাল প্রয়াণ টালিউডের জন্য এক বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।