জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সকল পরিচালক এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে এ নির্দেশনা প্রদান করা হয়।
এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম জানান, ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির জন্য ফরম-২ কে মানদণ্ড হিসেবে গ্রহণ করে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ৮৭ হাজার ৬৪১টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, যা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।