Ridge Bangla

গাজায় ইসরায়েলি হামলায় ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে।

এর মাধ্যমে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৩ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ১৬ হাজার ২৭৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ চাপা পড়ে আছেন, কিন্তু লাগাতার হামলার কারণে উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় ইতোমধ্যে আরও ১ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ হাজার ২০০ জনেরও বেশি মানুষ।

এই হামলা চলমান যুদ্ধবিরতির চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের পর্যবেক্ষকরা।

গাজার বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন