দীর্ঘ ৪৫ ঘণ্টার ভোট গণনা শেষে অবশেষে ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত ফেরদৌস আল হাসান।
মোট ২০টি পদে নির্বাচনের ফলাফলে দেখা যায়, অধিকাংশ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে সহ-সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দীকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, নাট্য সম্পাদক রুহুল ইসলামসহ বেশিরভাগ সাংগঠনিক ও সম্পাদকীয় পদ শিবির প্যানেলের দখলে গেছে।
তবে ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ জয়লাভ করেছেন। একইভাবে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ–বাগছাসের আহসাব লাবিব। কার্যকরী সদস্যসহ বেশিরভাগ নারী ও পুরুষ পদেও জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। এবারের জাকসু নির্বাচনে স্বতন্ত্র ও বাগছাস প্যানেলের প্রার্থীরা কিছু পদে জয় পেলেও সামগ্রিকভাবে শিবির প্যানেলই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ফলে আগামী দুই বছরের জন্য জাকসুর কার্যক্রম মূলত তাদের নেতৃত্বেই পরিচালিত হবে।