Ridge Bangla

শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ

আরব আমিরাতের মাঠে সুপার ফোরের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলো বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ব্যাটাররা দাঁড়াতেই পারল না। শুরুতেই ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। শেষ দিকে জাকের আলি ও শামিম হোসেনের লড়াইয়ে কিছুটা ভরসা মিললেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে লঙ্কানরা। এমন হারের পর দ্বিতীয় রাউন্ডের পথ আরও কঠিন হয়ে গেল টাইগারদের সামনে।

মাস দুয়েক আগে দেশের মাঠে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশকে। সেই দলকেই ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল লঙ্কানরা। শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পেয়ে লিটন দাস বলেন, “উইকেট ভালো মনে হচ্ছে। আগে ব্যাটিং করতে সমস্যা নেই।” কিন্তু প্রবল সমস্যায় পড়ে যান তারা শুরুতেই। এই জয়ে নেট রানরেটও বাড়িয়ে নিয়েছে শ্রীলঙ্কা (+২.৫৯৫)। দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রানরেট এখন –০.৬৫০। সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। হারলেই সুপার ফোরের আগেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আর জিতলেও অবশ্য শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (তানজিদ ০, পারভেজ ০, লিটন ২৮, হৃদয় ৮, শেখ মেহেদি ৯, জাকের ৪১*, শামীম ৪২*; থুসারা ৪-১-১৭-১, চামিরা ৪-১-১৭-১, শানাকা ৩-০-২৭-০, পাথিনারা ৪-০-৪২-০, হাসারাঙ্গা ৪-০-২৫-২, আসালাঙ্কা ১-০-৬-০)।

শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিসাঙ্কা ৫০, কুসাল মেন্ডিস ৩, মিশারা ৪৬*, কুসাল পেরেরা ৯, শানাকা ১, আসালাঙ্কা ১০*; শরিফুল ৩-০-২৬-০, মুস্তাফিজ ৩-০-৩৫-১, তানজিম ৩-০-২৩-১, শেখ মেহেদি ৪-০-২৯-২, রিশাদ ১-০-১৮-০, শামীম ০.৪-০-৪-০)।

ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন