Ridge Bangla

একযোগে কাজ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান তারেক রহমানের

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান লিখেছেন, ২০০৭ সাল থেকে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হচ্ছে। দিবসটি গণতন্ত্রের গুরুত্ব ও শক্তি তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত। এ দিনে তিনি বাংলাদেশসহ বিশ্বের গণতন্ত্রকামী শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় বাকশালের দমননীতি ভেঙে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। পরে খালেদা জিয়া সেই আদর্শকে এগিয়ে নিয়েছিলেন, যদিও স্বৈরতন্ত্রের নানা আক্রমণের শিকার হতে হয় তাকে। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দমননীতি, ভুয়া ভোটার দিয়ে নির্বাচন, গণমাধ্যম দমনসহ নানা সময়ে গণতন্ত্র বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে গত দেড় দশক ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গণতান্ত্রিক নীতিমালা ও নাগরিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘অ্যাচিভিং জেন্ডার ইকুইলিটি অ্যাকশন বাই অ্যাকশন’ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রে লিঙ্গ নির্বিশেষে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। গণতন্ত্র হলো সর্বজনীন মূল্যবোধ, যা জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অংশগ্রহণের ভিত্তিতে গড়ে ওঠে।

তারেক রহমান আরও বলেন, গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের পতন ঘটেছে। এখন সময় এসেছে অবাধ নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার। তিনি আশা প্রকাশ করেন, একদিন বাংলাদেশ হবে সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার একটি দেশ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন