অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জবাবদিহিমূলক এবং চেক অ্যান্ড ব্যালেন্সভিত্তিক সরকারের পথ সুগম করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) একদিনের সফরে বরিশালে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিভিন্ন প্রকল্প ও স্থাপনা পরিদর্শন করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এ দায়িত্ব নির্বাচন কমিশন যথাযথভাবে পালন করবে।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে, এ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই।”
বরিশালে নৌপরিবহন খাতের নানা উদ্যোগের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন জানান, আগামী অক্টোবর থেকে ঐতিহ্যবাহী প্যাডেল জাহাজ চালু করা হবে। এতে শুধু যাত্রীসেবা নয়, পর্যটন খাতেও নতুন মাত্রা যোগ হবে।
খাল পুনরুদ্ধার প্রকল্প নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। খালগুলো ঘুরে দেখে নৌচলাচল পুনরুদ্ধার এবং খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সর্বাত্মক সহযোগিতা করবে।
উপদেষ্টা আরও জানান, মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদিতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে আটশ’ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। একই সঙ্গে ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে। দিনব্যাপী সফরে তিনি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছারসহ পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।