Ridge Bangla

লন্ডনে আওয়ামী লীগের হামলার শিকার উপদেষ্টা মাহফুজ আলম

লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়িবহরে ডিম নিক্ষেপ ও বহর আটকে দেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার একদিন পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লেখেন, “বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আর কোনো মওদুদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি সক্রিয় রয়েছে। আপনারা নতুন কিছু যোগ করতে পারবেন না। বরং এখন সময় পুনঃসংজ্ঞায়িত, পুনর্গঠন এবং পুনরুদ্ধারের।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এই বক্তব্যের মাধ্যমে তিনি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও বিরোধী শক্তির কার্যক্রমের ওপর ইঙ্গিত দিয়েছেন। হামলার ঘটনায় মাহফুজ আলম বা তার সঙ্গে থাকা অন্য কেউ আহত হননি। তবে এ ধরনের ঘটনা প্রবাসী বাংলাদেশি মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেমিনার থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় কয়েকজন আওয়ামী কর্মী আচমকা ডিম নিক্ষেপ করে এবং বহরকে ঘিরে ধরে। স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে মাহফুজ আলম বলেছেন, প্রবাসের মাটিতে এ ধরনের আক্রমণ রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন