Ridge Bangla

৫ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করল জামায়াত

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধকরণ ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচি প্রকাশ করেন।

জামায়াতের ৫ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঘোষিত কর্মসূচি: ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ। ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল। তাহের বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি দেশের সর্বস্তরের মানুষকে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “একতরফাভাবে ইসি রোডম্যাপ ঘোষণা করেছে। কালো টাকা, পেশিশক্তি ও অনিয়ম ঠেকাতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, মানুষের দাবি উপেক্ষা করা হচ্ছে, তাই গণআন্দোলনের কোনো বিকল্প নেই। ফেব্রুয়ারির আগে এখনো সময় আছে, এর মধ্যেই আমাদের দাবি বাস্তবায়ন সম্ভব। তাহের স্পষ্ট করেন, “আমরা নির্বাচনে অংশ নেব না এ কথা বলছি না। বরং বলছি, আমাদের দাবিগুলো মেনে নির্বাচন আয়োজন করতে হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন