Ridge Bangla

পাকিস্তানে সামরিক গাড়িতে সন্ত্রাসী হামলা, ১২ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানের সন্ত্রাসী হামলায় অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে এ হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, স্থানীয় সময় শনিবার সকাল ৪টার দিকে উচ্চ দক্ষিণ ওয়াজিরিস্তানের ফকির সরাইয়ের মধ্য দিয়ে একটি সামরিক কনভয় যাচ্ছিল, এমন সময় সশস্ত্র তালেবানরা উভয় দিক থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়। এতে ১২ জন নিরাপত্তা কর্মী নিহত হন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিকে হামলার পর তারা কয়েক ঘণ্টা ধরে আকাশে হেলিকপ্টার দেখতে পান। পাকিস্তানি তালেবানের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই এলাকায় সাধারণত সামরিক যান চলাচলের আগে কারফিউ জারি করা হয় এবং পথগুলো স্ক্যান করা হয়।

ইসলামাবাদ অভিযোগ করেছে, ভারতের সহায়তায় আফগান তালেবান প্রশাসন পাকিস্তানি তালেবানদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করেছে। সশস্ত্র গ্রুপটি আফগান তালেবান থেকে অনুপ্রাণিত।

এএফপির সংকলিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ৪৬০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন