Ridge Bangla

৭২ ঘণ্টার অবরোধে পিরোজপুর-ঢাকা ও খুলনা রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

বাগেরহাটে নতুন সংসদীয় আসন বিভাজনকে কেন্দ্র করে স্থানীয়দের আন্দোলনের কারণে পিরোজপুর থেকে ঢাকা ও খুলনামুখী সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ শুরু হলেও পরে সময় বৃদ্ধি করে শুক্রবার সকাল থেকে ৭২ ঘণ্টার অবরোধ ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাস মালিক সমিতি জানিয়েছে, সরকার ঘোষিত আসন বিভাজনের প্রতিবাদে স্থানীয়রা এই অবরোধ শুরু করেছে। বিশেষ করে বাগেরহাটের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে খুলনা যাওয়া রোগী, ঢাকা ও যশোর, সাতক্ষীরা রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকে বিকল্প হিসেবে মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহন ব্যবহার করছেন, যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ।

এক যাত্রীর স্ত্রী সোবাহান শেখ বলেন, “আমার স্বামী স্ট্রোকের রোগী। খুলনা নিয়ে যেতে না পারায় মারাত্মক সমস্যায় পড়েছি। এত খরচ করার সামর্থ্যও নেই।” ঢাকাগামী যাত্রী শাহরিয়ার আলম বলেন, “অফিসের কাজে ঢাকায় যেতে হবে, কিন্তু পরিবহন না থাকায় বিপাকে পড়েছি। দ্রুত সমাধান প্রয়োজন।”

অবরোধের কারণে শুধু যাত্রীরাই নয়, পরিবহন শ্রমিক ও মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পিরোজপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান বলেন, “অবরোধে হাজারো শ্রমিক বেকার হয়ে গেছে। দ্রুত সমস্যা সমাধান না হলে মালিকরাও বড় ক্ষতির সম্মুখীন হবেন।”

স্থানীয় সংসদীয় আসন বিভাজনকে কেন্দ্র করে অসন্তোষ চরমে পৌঁছেছে। অবরোধ অব্যাহত থাকলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন