Ridge Bangla

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে জহির উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম রোকেয়া বেগম (৪৫)।

পুলিশ জানায়, ভোরে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় জহির উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তিনি নিজেও বৈদ্যুতিক শকে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, ওই দম্পতির সংসার জীবন ঝগড়া-বিবাদে জর্জরিত ছিল। তাদের এক ছেলে ঢাকা শহরে রিকশা চালায় এবং তার স্ত্রী বিদেশে কর্মরত। এ অবস্থায়ও জহির উদ্দিন নিজে কোনো কাজ করতেন না। তার স্ত্রী মাঝেমধ্যে অন্যের বাড়িতে কাজ করতেন।

জহির উদ্দিন প্রায়শই স্ত্রীকে নানা বিষয় নিয়ে তর্কের জেরে নির্যাতন করতেন। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে নাতিরা বিষয়টি প্রতিবেশীদের জানালে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

জয়পুরহাট থানার তদন্ত ইন্সপেক্টর নাজমুল কাদের বলেন, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের ভাইয়েরা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন