Ridge Bangla

‘জ্যাজ সিটি’-তে বলিউডে পা রাখলেন আরিফিন শুভ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডেও নিজেকে প্রমাণ করার পথে। কলকাতার নির্মাতা সৌমিক সেন পরিচালিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করছেন তিনি। এই সিরিজটি ১৩ সেপ্টেম্বর সনি লিভ প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ সম্প্রতি তাদের আসন্ন প্রজেক্টগুলোর ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেখানে মাত্র কয়েক সেকেন্ডের ঝলকে দেখা গেছে শুভকেও। সত্তরের দশকের আবহে সাজানো এই লুকে তাকে দেখে দর্শকরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত হয়েছেন। ছোট ঝলকেই দেখা যায়, শুভ একাধিক রেট্রো লুকে হাজির হয়েছেন। কোথাও ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কোথাও সাদা ঝকঝকে স্যুটে নাচের ভঙ্গিতে। এছাড়া তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকেই ১৯৭০-এর দশকের ফ্যাশন ও স্টাইল নিখুঁতভাবে ফুটে উঠেছে।

মুক্তিযুদ্ধ-প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভর বিপরীতে অভিনয় করেছেন টালিউডের পরিচিত মুখ সৌরসেনি মিত্র। তিনি শুভর বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। প্রযোজনা সংস্থা জানিয়েছে, দর্শকদের কাছে যেন সিরিজটি সত্যিকারের সত্তরের দশকে ফিরে যাওয়ার অভিজ্ঞতা তৈরি করে—এটাই তাদের মূল লক্ষ্য। এর জন্য খুঁটিনাটি প্রপস, পোশাক ও লাইটিং ব্যবস্থার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

শুভর বলিউডে এই প্রথম পদার্পণ নতুন দিক উন্মোচন করছে তার অভিনয়জীবনে। দর্শকরা ইতিমধ্যেই তার নতুন রূপ এবং অভিনয়শৈলীর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ‘জ্যাজ সিটি’ তারকা আরিফিন শুভকে নতুন মাত্রায় উপস্থাপন করবে বলে মনে করছেন ভক্তরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন