Ridge Bangla

পাঞ্জাবে বন্যার্তদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ালেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত ৩৭ বছরের মধ্যে পাঞ্জাবে এমন অভূতপূর্ব বন্যা দেখা যায়নি। ক্রমাগত ভারী বর্ষণে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

শাহরুখ খান সিনেমার শুটিং এবং ব্যক্তিগত কাজের ব্যস্ততার মধ্যেও বন্যাবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে ভুলেননি। তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর মাধ্যমে তিনি নিঃশব্দে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছেন। ভারতের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শাহরুখ ১৫০০টি পরিবারের জন্য ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন।

বন্যাকবলিত এলাকায় শাহরুখের টিম স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলিত হয়ে পানীয় পানি, খাবার, ফোল্টিং কাট, তোষক, মশারি এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করছে। এছাড়া ডাক্তার ও মেডিকেল টিমের মাধ্যমে আহত ও অসুস্থদের চিকিৎসার দায়িত্বও নিজের হাতে নিয়েছেন বলিউড বাদশা।

অমৃতসর, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ একাধিক জেলা বন্যাকবলিত এলাকা থেকে এই ত্রাণ পৌঁছে যাচ্ছে। ‘মীর ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বন্যার্ত পরিবারগুলোর পুনর্বাসন করা হবে এবং তাদের পুনরায় মাথার ওপর ছাদ গড়ে তুলতে সহায়তা দেওয়া হবে।

এর আগে শাহরুখ খান সামাজিক মাধ্যমে পোস্টে লিখেছিলেন, “ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষের জন্য আমার মন কাঁদছে। ঈশ্বর তাদের শক্তি দিন এবং মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। আমি সবার জন্য প্রার্থনা করছি।”

শাহরুখের এই মানবিক উদ্যোগ বন্যার্তদের জন্য আশার সঞ্চার করছে এবং গোটা দেশজুড়ে প্রশংসার ঝড় তুলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন