পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলির আওতায় যেসব কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন—
- সুলতানা নাজমা হোসেন, যুগ্ম কমিশনার (ডিএমপি) → ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি
- মো. সালেহ উদ্দিন, যুগ্ম কমিশনার (ডিএমপি) → র্যাবের অতিরিক্ত ডিআইজি
- মো. হুমায়ুন কবির, যুগ্ম কমিশনার (সিএমপি) → পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
- মোহাম্মদ রিয়াজুল হক, অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত) → পুলিশ টেলিকম ইউনিট
- মোহাম্মদ আনোয়ারুল হক, পিবিআই পুলিশ সুপার ও সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) → সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়
- মো. শামীম হোসেন, অতিরিক্ত কমিশনার (বিএমপি) → রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
- মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার (বরিশাল জেলা পিবিআই) ও সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) → বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়
- আসমা সিদ্দিকা মিলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), জননিরাপত্তা বিভাগ ও বর্তমানে রংপুর পিটিসিতে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি → ঢাকা টিডিএস
- গৌতম কুমার বিশ্বাস, উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) → চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার
- গোলাম মওলা, পুলিশ সুপার (চুয়াডাঙ্গা) → পুলিশ সদর দফতরের এআইজি
- শাকিলা সোলতানা, পুলিশ সুপার (রেলওয়ে পুলিশ) → ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়
- মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুন, পুলিশ সুপার (পিবিআই) → হাইওয়ে পুলিশের পুলিশ সুপার
- আবু তোরাব মো. শামছুর রহমান, পুলিশ সুপার (পিবিআই) → হাইওয়ে পুলিশের পুলিশ সুপার
- মো. আমীর খসরু, পুলিশ সুপার (বিশেষ শাখা-এসবি) → ডিএমপির উপ-পুলিশ কমিশনার
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪