Ridge Bangla

রঘু ডাকাত’ প্রচারে কটাক্ষের শিকার সোহিনী সরকার

পশ্চিমবঙ্গের বিনোদন ও রাজনীতির মেলবন্ধনে এবার কটাক্ষের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সম্প্রতি দেব অভিনীত আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচারে সোহিনীর সক্রিয় অংশগ্রহণকে নিয়ে সমালোচনা করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচারে দেব, ইধিকা, অনির্বাণসহ পুরো টিম রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে প্রচার করছেন। সোহিনীও স্বতঃস্ফূর্তভাবে এই প্রচার কার্যক্রমে অংশ নিয়েছেন, যা দর্শক ও মিডিয়ার নজর কেড়েছে। তবে এই ছবির প্রচার কার্যক্রমকে দেখেই কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন।

সূত্রে জানা যায়, এক বছর আগে আর জি কর হাসপাতালের আন্দোলন নিয়ে সোহিনী একটি মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, “বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না।” কুণাল ঘোষ এই পুরোনো মন্তব্যকে স্মরণ করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কটাক্ষপূর্ণ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়।”

এই পোস্ট মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেয়। অনেকে মনে করছেন, কুণাল ঘোষের মন্তব্যটি সোহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ। তবে এ বিষয়ে সোহিনী সরকার বা ‘রঘু ডাকাত’ সিনেমার টিমের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিতর্ক অভিনেত্রী ও সিনেমার প্রচার কার্যক্রমকে নতুন মাত্রা দিয়েছে, এবং সামাজিক মিডিয়ায় নেটিজেনদের মধ্যে আলোচনা তুঙ্গে পৌঁছেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন