Ridge Bangla

সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা জারি

সরকারি চিকিৎসকদের পেশাগত ভাবমূর্তি রক্ষা এবং হাসপাতালের ভেতরে ওষুধ কোম্পানির অযাচিত প্রভাব ঠেকাতে নতুন আট দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি চিকিৎসকদের প্রতি জনআস্থা বজায় রাখা, সেবার মান উন্নত করা এবং হাসপাতালগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে এসব নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।

নির্দেশনার মধ্যে রয়েছে— কোনো অবস্থায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা ওষুধ কোম্পানির নামাঙ্কিত প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন বা পরীক্ষার পরামর্শ দেওয়া যাবে না। সরকারি হাসপাতালে বিদ্যমান পরীক্ষা ও ওষুধ বাইরের প্রতিষ্ঠান থেকে করাতে রোগীকে বলা যাবে না। এছাড়া অনুমোদিত সিল ছাড়া অন্য কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না।

ওষুধ কোম্পানির তালিকা হাসপাতালের টেবিলে রাখা নিষিদ্ধ করা হয়েছে। রোগীর প্রেসক্রিপশন বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা ছবি তোলার সুযোগ কোনো কোম্পানি প্রতিনিধি পাবে না। সপ্তাহে নির্ধারিত দুই দিন— সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্তই প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এর বাইরে অবস্থান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে, এসব নির্দেশনা কার্যকর হলে সরকারি চিকিৎসকদের ভাবমূর্তি আরও দৃঢ় হবে এবং রোগীরা আস্থা ফিরে পাবেন। তবে স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, শুধু নির্দেশনা নয়, এর বাস্তবায়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। নির্দেশনা অমান্য করলে চিকিৎসক ও কোম্পানি উভয়ের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে অধিদপ্তর হুঁশিয়ারি দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন