Ridge Bangla

হিরো আলমের আবেগঘন পোস্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে নিজের ভুবনে রাজা মনে করা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম আবারও সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ব্যক্তিগত জীবন ও পারিবারিক ঘটনায় তার জীবনের নানা ঘটনার কারণে তিনি বরাবরই দর্শক-নেটিজেনদের মনোযোগের কেন্দ্রে থাকেন।

কিছুদিন আগে স্ত্রী রিয়া মনির সঙ্গে পারিবারিক কলহের জেরে হিরো আলম আত্মহত্যার ঘোষণা দেন। পরে হার্ট অ্যাটাকের খবর ছড়ায়, এবং শেষে আবারও স্ত্রী রিয়ার সঙ্গে পুনর্মিলনের ঘটনা ঘটে। এসব ঘটনাই যেন তার জীবনকে নাটকীয়তার ছাপ দিয়ে রেখেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে হিরো আলম একটি আবেগঘন বার্তা দিয়ে আবারও নেটিজেনদের মনোযোগ কাড়েন। পোস্টে তিনি লিখেছেন, “এই স্বপ্নের পৃথিবীতে আমি বড় একা। সবার অবহেলার পাত্র। মানুষ মনে করে হিরো আলম অনেক সুখে আছে, অনেক টাকা। আসলে আমি অনেক সুখে নেই, আমার টাকাও নেই।” পোস্টে আরও যোগ করেছেন, “একদিন হঠাৎ করে শুনবেন অবহেলার পাত্র আর আপনাদের মাঝে নেই।”

হিরো আলমের পোস্টে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন কটাক্ষ করে লিখেছেন, “দুই টা বউ থাকার পরও একা বলতেছেন।” অন্যজন প্রশ্ন করেছেন, “বউ কি আবারও চলে গেছে?” আরেকজন মন্তব্য করেছেন, “কবে থেকে নেই হবেন ভাইয়া?”

হিরো আলমের এই আবেগঘন পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নেটিজেনরা তাঁর ব্যক্তিগত জীবন, আবেগ এবং প্রকাশিত হতাশার প্রতি নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এবং দর্শক-অনুগামীদের মধ্যে নানা ধরনের সমর্থন ও সমালোচনা উভয়ই পাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন