Ridge Bangla

ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী আভেরী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী আভেরী সিংহ রায় ছোটপর্দায় ফিরছেন। ‘ভুতু’, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করা আভেরী এবার জি বাংলার নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম’-এ দেখা যাবে।

ধারাবাহিকে আভেরী একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। তিনি ইন্সপেক্টর নীলিমা চরিত্রে থাকবেন। ঋষি কৌশিক ও রুকমা রায় অভিনীত ধারাবাহিকে নীলিমার চরিত্র রহস্যময়। বেশির ভাগ সময় তিনি ছদ্মবেশে ফুড ব্লগারের পরিচয়ে তদন্ত চালাবেন। কেন নিজের পরিচয় লুকিয়ে রাখছেন, তা দেখানো হবে ধারাবাহিকের গল্পে।

সম্প্রতি আভেরী সোশ্যাল মিডিয়ায় তার নতুন লুকের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, তিনি একদিকে পুলিশের পোশাকে এবং অন্যদিকে সাধারণ পোশাকে, যা তার চরিত্রের ভিন্ন দিক তুলে ধরেছে। আভেরী ইতিমধ্যেই বড় পর্দায় নিজের খ্যাতি তৈরি করেছেন। ‘অলক্ষী ইন গোয়া’ এবং ‘আমার বস’-এর মতো সিনেমায় ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

ছোটপর্দার আগে আভেরীকে সর্বশেষ ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। এছাড়া শিগগিরই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তার নতুন ভৌতিক কমেডি সিরিজ ‘ভূত তেরিকি’, যেখানে তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। ১২ সেপ্টেম্বর এই সিরিজটি দর্শকের জন্য মুক্তি পাবে। ছোটপর্দায় ফেরার পাশাপাশি আভেরী এই ধারাবাহিক ও সিরিজের মাধ্যমে নতুন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে চলেছেন, যা দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন