Ridge Bangla

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আজ দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত একটি স্বাভাবিক লঘুচাপ এবং এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের দু-একটি জায়গায় এই আবহাওয়া বিরাজ করতে পারে।

এ ছাড়া মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার (১৮ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের মানুষকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন