Ridge Bangla

সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি

প্রায় ১৮ বছর পর আসছে ইমরান হাশমি অভিনীত হিট সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল। নতুন ছবির শিরোনাম ‘আওয়ারাপন ২’। প্রথম সিনেমার পরিচালনা করেছিলেন মোহিত সুরি, তবে এবার পরিচালকের দায়িত্বে থাকছেন নিতিন কাক্কর। প্রযোজক মুকেশ ভাট নায়িকাতেও পরিবর্তন এনেছেন। প্রথম ছবিতে শ্রিয়া সরণ নায়িকা ছিলেন, এবার তার জায়গায় থাকছেন দিশা পাটানি।

২০০৭ সালের ২৯ জুন মুক্তি পেয়েছিল প্রথম আওয়ারাপন। ছবিতে ইমরান হাশমি ‘শিবম পান্ডিত’ চরিত্রে অভিনয় করেছিলেন। এবারও একই চরিত্রে তিনি দর্শকের সামনে আসছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজক মুকেশ ভাট ও পরিচালক নিতিন কাক্কর নিশ্চিত করেছেন, দিশা পাটানি ছবির মূল নায়িকা। ইতোমধ্যেই গল্পটি তার পছন্দ হয়েছে।

গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগতকে ঘিরে। তবে নতুন ছবিতে রোমান্স ও আবেগের মাত্রা প্রথমটির তুলনায় দ্বিগুণ থাকবে। গল্পের সঙ্গে সংগীতকেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। জানা গেছে, নতুন গানের পাশাপাশি প্রথম ছবির কিছু জনপ্রিয় সুরও এই ছবিতে স্থান পেতে পারে।

‘আওয়ারাপন ২’-এর শুটিং শুরু হবে এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে। পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ হবে ২০২৬ সালের শুরুতে। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে। দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন প্রথম ছবির জনপ্রিয়তার সঙ্গে নতুন গল্প, রোমান্স এবং গানের সমন্বয় দেখতে, যা নতুন সিক্যুয়েলকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলবে।

 

 

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন