Ridge Bangla

শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে বলে নতুন এক ডকুমেন্টারিতে দাবি করেছে ফাইন্যান্সিয়াল টাইমস। শুক্রবার প্রকাশিত ওই অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে “Bangladesh’s Missing Billions, Stolen in Plain Sight”।

ডকুমেন্টারিতে বলা হয়, প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন প্রক্রিয়ায় দেশ থেকে লন্ডনসহ বিদেশে পাচার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হলো অতিরিক্ত বা কম চালান দেখানো, হুন্ডি বা অবৈধ পথে অর্থ স্থানান্তর এবং যুক্তরাজ্যে সম্পত্তি কেনা।

অনুসন্ধানে দেখা যায়, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী মহলের প্রভাবশালী ব্যক্তিরাও বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ প্রসঙ্গে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামও উল্লেখ করা হয়। তবে তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, এত বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার করা জটিল ও সময়সাপেক্ষ। এক বিশেষজ্ঞ বলেন, “বিলিয়ন ডলার পাচার করা সম্ভব হলেও তা ফেরত আনতে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যাবে।”

ডকুমেন্টারিতে আরও বলা হয়, ২০২৪ সালের শিক্ষার্থী আন্দোলনের অন্যতম প্রেক্ষাপট ছিল এই অবাধ অর্থপাচার, জবাবদিহির অভাব এবং ক্ষমতার অপব্যবহার। এতে তুলে ধরা হয়, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ সহজেই আর্থিক নিপীড়নের শিকার হয়েছে, অথচ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো প্রায়ই তা রোধে অক্ষম বা অনিচ্ছুক ছিল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন