Ridge Bangla

বাংলাদেশ-ভুটান সম্পর্কে নতুন মাত্রা; থিম্পুতে দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন

ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভুটানের রাজকন্যা ইউফেলমা চোডেন ওয়াংচুক কমপ্লেক্সটির উদ্বোধন করেন।

উদ্বোধনী আয়োজনে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, প্রধান বিচারপতি নরবু শেরিং, জাতীয় পরিষদের চেয়ারম্যান সাঙ্গে দোরজি, পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ডি এন ধুঙ্গেল, জেম শেরিংসহ দেশটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী বক্তব্যে দুই দেশের নেতারা বাংলাদেশ ও ভুটানের অবিচ্ছেদ্য বন্ধুত্বের ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এই চ্যান্সেরি ভবন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি ভুটানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ বৃদ্ধি, ইন্টারনেট সংযোগ এবং কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি পর্যালোচনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি ও কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। এ সময় পররাষ্ট্রসচিব ভুটানের রাজার উদ্যোগে গড়ে ওঠা গেলেফু সিটি বাস্তবায়নে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানির আগ্রহ প্রকাশ করে, আর বাংলাদেশ ভুটানে দক্ষ জনশক্তি প্রেরণের সম্ভাবনার কথা তুলে ধরে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন