নির্বাচন কমিশনের (ইসি) সাতজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলির আওতায় উপসচিব পদমর্যাদার কর্মকর্তা এবং মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।
ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে বদলি করে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মাহবুব আলমকে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে রংপুরে পাঠানো হয়েছে। এ ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক মো. আতিয়ার রহমানকে একই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শাখার পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. আনিছুর রহমানকে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
অন্যদিকে, সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইসি জানিয়েছে, নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ বদলি করা হয়েছে। কর্মকর্তারা নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দিলে তাদের দায়িত্ব কার্যকর হবে।