Ridge Bangla

জুবায়ের রহমান চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতির কার্যভার প্রদান করা হয়েছে। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে যাওয়ায় এ দায়িত্ব সাময়িকভাবে তার হাতে অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিল ও কাতারে সফরকালে ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কিংবা তার যাত্রার শুরুর দিন থেকে ফিরে এসে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের দ্বিতীয় প্রবীণ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

এ সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টের যাবতীয় প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এটি একটি নিয়মিত প্রক্রিয়া। প্রধান বিচারপতি বিদেশ সফরে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি কার্যভার গ্রহণ করে দায়িত্ব পালন করে থাকেন। এর ফলে আগামী প্রায় দুই সপ্তাহ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে দেশের সর্বোচ্চ আদালতের কার্যক্রম পরিচালিত হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন