সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৮০৯ জন। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২৮১ জন এবং বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৫২৮ জন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। সারাদেশে সমন্বিত এই অভিযানে মূলত আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেছে।
অভিযানের সময় পুলিশ বেশ কিছু অস্ত্র ও অস্ত্রসদৃশ জিনিসপত্র উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি বার্মিজ চাকু এবং একটি রাবার কার্তুজ।
এআইজি শাহাদাত হোসেন বলেন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, সন্ত্রাস ও অপরাধের সঙ্গে জড়িত যে কেউ আইনের আওতায় আসবে, কাউকে ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিয়মিত এ ধরনের অভিযানের ফলে এলাকায় অপরাধের মাত্রা কমছে এবং জনমনে নিরাপত্তা নিয়ে আস্থা বাড়ছে। সাধারণ মানুষও পুলিশের এসব উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।