আগামী বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় তিন দিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সফরটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রথমে ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। তার কিছু সময় পর অন্য একটি ফ্লাইটে আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। সফরসঙ্গী হিসেবে থাকবেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
কূটনৈতিক সূত্র জানায়, এই সফরে নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় থাকবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণে সহায়তা এবং রাজনৈতিক সংলাপের সম্ভাবনা। এছাড়াও তিনি বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এছাড়া সফরে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ও ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের বিষয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানান, “ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথমবারের মতো উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। ফলে দুই দেশের সম্পর্কের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসবে।”