Ridge Bangla

ইন্দোনেশিয়ার বালিতে ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

অতিবৃষ্টির ফলে ভয়াবহ বন্যার কবলে ইন্দোনেশিয়ার বালি। গত সোমবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ফলে পর্যটন দ্বীপ বালি ও পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে বন্যার সৃষ্টি হয়। টানা বৃষ্টিতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন, এখনো অনেকে নিখোঁজ। এই বন্যাকে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা বলে অভিহিত করছে ইন্দোনেশিয়া। বন্যার ভয়াবহতায় রাজ্যটিতে এক সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে নদীর পানি উপচে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বন্যা ও ভারী বৃষ্টিতে বহু স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। প্লাবিত হয়েছে অসংখ্য বাড়ি-ঘর, হাসপাতাল, অফিস-আদালত। বিধ্বস্ত হয়েছে রাস্তা-ঘাট। স্থানীয়রা জানিয়েছেন, অন্তত দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ ও কয়েকটি প্রধান সড়ক ভেঙে পড়েছে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আন্তারা জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বন্যার পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিখোঁজদের উদ্ধার, বাস্তুচ্যুতদের পুনর্বাসন এবং ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।

শুধু বালিই নয়, পাশের প্রদেশ তেঙ্গারাও প্লাবিত হয়েছে। জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। নর্দমার মুখে ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

বালির আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও আজ শুক্রবার বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তবু বালি এখনো তীব্র আবহাওয়া সতর্কতার মধ্যে রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন