Ridge Bangla

কারাগারে থেকেই প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

রাজধানীতে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়।

কারাগার থেকে সকাল সাড়ে ৯টার দিকে আদালতে আনা হয় খায়রুল হককে। শুনানি শেষে আদালত দুদকের আবেদনের ভিত্তিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখায়।

গত ৬ আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে খায়রুল হক ও রাজউকের কয়েকজন সাবেক কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় খায়রুল হক মিথ্যা তথ্য দিয়ে রাজউকের কাছ থেকে ১০ কাঠার একটি প্লট নেন। এছাড়া সুদমুক্তভাবে বিলম্বে কিস্তির টাকা জমা দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কিশোর হত্যাকাণ্ড ও রায় জালিয়াতিসহ বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন