Ridge Bangla

রাজধানীর উত্তরার রাজউক মার্কেটে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরার আজমপুরে অবস্থিত রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের নিচ তলায় অবস্থিত ‘বনফুল’ নামের একটি মিষ্টির দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে পুরো মার্কেটটি।

ঘটনাটি ঘটে রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত ২টা ১৮ মিনিটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান,

“আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে রাজউকের ১০ তলা মার্কেটের নিচ তলার বাইরের অংশের ‘বনফুল’ দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। নিচ তলার ছাদের ফলস সিলিংও পুড়ে গেছে।”

তিনি আরও বলেন,

“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো রাজউক মার্কেটই পুড়ে ছাই হয়ে যেত।

আরো পড়ুন