Ridge Bangla

পটুয়াখালীতে ৯ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দরে প্রায় ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে একটি ইলিশ। জেলের জালে ধরা পড়া মাছটির ওজন ছিল আড়াই কেজি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত নিলামে মাছটির দাম ওঠে ৮ হাজার ৭৫০ টাকা।

স্থানীয় একটি মৎস্য আড়তে ডাকের মাধ্যমে প্রতিকেজি ৩ হাজার ৫৫০ টাকা হিসেবে মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা মাছটি ক্রয় করেন। জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। তিনি জানান, এত বড় আকারের ইলিশ সচরাচর বাজারে পাওয়া যায় না। বিশেষ এ ইলিশ গাজীপুরে পাঠানো হবে এক প্রবাসী আমেরিকান নাগরিকের ভাইয়ের বাসায়।

মাছটি ধরা পড়ার অভিজ্ঞতা শেয়ার করে জেলে মাসুম বিল্লাহ বলেন, বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই হঠাৎ বিশাল ইলিশটি উঠে আসে। পরে বাজারে এনে নিলামে তোলা হলে এর দাম আশানুরূপ হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। সাম্প্রতিক সময়ে শুধু গভীর সমুদ্রে নয়, উপকূলীয় এলাকার জেলেদের জালেও বড় ইলিশ ধরা পড়ছে। এর ফলে বাজারে বড় ইলিশের সরবরাহ কিছুটা হলেও বাড়বে বলে আশা করা যায়।

স্থানীয় মৎস্য আড়তদাররা জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ ধরার অনুকূল পরিবেশ থাকায় এ মৌসুমে এ ধরনের বড় আকারের ইলিশ আরও ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে জেলেদের আয় বাড়বে এবং বাজারও সরব হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন