মোহিত সুরির বহুল আলোচিত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’, যা মুক্তির পর মানুষকে আবেগে কাঁদিয়ে ইতিহাস গড়েছে, অবশেষে অনলাইনে মুক্তি পেয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বিশ্বের ১৯০টি দেশে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে।
অভিষিক্ত আহান পান্ডে ও আনিত পাড্ডা অভিনীত এই সিনেমা ইতিমধ্যেই ভারতের ইতিহাসে সর্বাধিক আয়ের রোমান্টিক সিনেমা হিসেবে পরিচিত। এছাড়া নবাগত তারকাদের নেতৃত্বে সর্বাধিক আয়ের সিনেমার রেকর্ডও গড়েছে। ভারতে সিনেমাটি আয় করেছে ৩২৯ কোটি রুপি, আর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৫৭০ কোটি রুপি।
পরিচালক মোহিত সুরি নেটফ্লিক্সে মুক্তির প্রসঙ্গে বলেন, “সাইয়ারা সবসময় আমার কাছে বিশেষ থাকবে। সারা বিশ্বের দর্শকরা যেভাবে সিনেমাটিকে ভালোবেসেছেন, তা অবিশ্বাস্য। এবার আরও অনেক দর্শক নেটফ্লিক্সে কৃষ ও বাণীর প্রেমকাহিনি দেখবেন, যা নিঃসন্দেহে হৃদয় ছুঁয়ে যাবে।”
নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট প্রধান মোনিকা শেরগিল বলেন, “‘সাইয়ারা’ শুধু বক্স অফিস নয়, সাংস্কৃতিক এক ফেনোমেনন। এর সঙ্গীত এবং ভালোবাসা-হারা-ভাগ্যের গল্প দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। আমরা গর্বিত যে ওয়াইআরএফ-এর সঙ্গে যৌথভাবে এই মাইলফলক ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারছি।”
কাহিনিতে দেখা যায়, আবেগী গায়ক কৃষ (আহান) ভালোবেসে ফেলে সাংবাদিক থেকে গীতিকার হওয়া বাণী (আনিত)-কে। কিন্তু বাণীর অ্যালঝেইমার ধরা পড়ায় তাদের প্রেমকাহিনী এক নতুন মোড় নেয়। অভিনয়, আবহ ও সঙ্গীত বিশেষ প্রশংসা কুড়িয়েছে, আর টাইটেল গান বিশ্বব্যাপী চার্টবাস্টার হয়ে বিলবোর্ড হট ২০০ তালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন ইয়াশ রাজ ফিল্মসের প্রধান নির্বাহী অক্ষয় বিধানি।