Ridge Bangla

মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন খারিজ করলেন জায়েদ খান

যুক্তরাষ্ট্রে সন্তানসহ অবস্থান করা ঢালিউড অভিনেতা জায়েদ খান সম্প্রতি মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। আগেও মাঝে মাঝে এই গুঞ্জন ছড়িয়েছিল, এবার আবার নতুন করে সংবাদ শিরোনামে এসেছে। সম্প্রতি মার্কিন মুলুকে একটি ঘরোয়া অনুষ্ঠানে জায়েদ ও মাহি পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দেওয়ায় গুঞ্জন তীব্র হয়—‘তাহলে কি পুরনো সম্পর্ক নতুন রঙ ধারণ করছে?’

প্রায় বছরখানেক ধরে মার্কিন মুলুকে রয়েছেন জায়েদ খান। সরকার বদলের পর নানা পরিস্থিতি বিবেচনা করে তিনি এখনও দেশে ফেরেননি। মাহিও বছর খানেক আগে ডিভোর্সের পর আমেরিকায় অবস্থান করছেন। ফলে দুজনের একই দেশে থাকা এবং সম্প্রতি দেখা হওয়া নানা ঘটনার কারণে প্রেমের গুঞ্জন নতুন করে প্রকাশ পেতে থাকে।

বিষয়টি নিয়ে জায়েদ খান স্পষ্ট করে বলেন, “মাহির সঙ্গে প্রেমের খবর সম্পূর্ণ ভুয়া। এসব নিয়ে কিছু বলারও প্রয়োজন নেই।” তিনি আরও জানান, ঘরোয়া অনুষ্ঠানে দেখা হয়েছিল মাহির সঙ্গে, আর এর বেশি কিছু নয়। মাহি কেবলই তার সহকর্মী।

জায়েদ খান জুলাই মাসে নিউ ইয়র্ক যান এবং সেখান থেকে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনে পারফর্ম করছেন। এছাড়া নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রে তিনি ঠিকানার উপস্থাপক হিসেবেও উপস্থিত হচ্ছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “আমার এবং মাহির সম্পর্ক পেশাদার। সকলের দৃষ্টি আকর্ষণ করছে শুধুমাত্র আমাদের বন্ধু ও সহকর্মী হিসেবে একসাথে থাকা।” এই বক্তব্যের মাধ্যমে জায়েদ খান সকল ধরনের প্রেমের গুঞ্জন নস্যাৎ করেছেন এবং ব্যক্তিগত জীবনের স্পষ্টতা প্রকাশ করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন