চার্লি কার্ক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে এক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, আমরা তাকে ধরতে পেরেছি।”
পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা নিশ্চিত করেন, আটককৃত ব্যক্তির নাম টাইলার রবিনসন (২২)। উটাহ গভর্নর স্পেন্সার কক্স জানান, রবিনসনের এক আত্মীয় তার স্বীকারোক্তির কথা পরিবারের এক বন্ধুকে জানালে তা স্থানীয় শেরিফ কার্যালয়ে পৌঁছে যায়। এরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়।
তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে কক্স বলেন, হত্যাকাণ্ডের দিন সকালে ৮টা ২৯ মিনিটে রবিনসনকে ধূসর রঙের ডজ চ্যালেঞ্জার গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। পরে হামলার মুহূর্তে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে তার উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। কক্স আরও জানান, পারিবারিক সূত্রে জানা গেছে সাম্প্রতিক বছরগুলোতে রবিনসন অনেক বেশি রাজনৈতিক মনোভাবাপন্ন হয়ে উঠেছিল। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই হয়তো এই হামলার পেছনের কারণ হতে পারে।
উল্লেখ্য, গত বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে জনসভায় গুলিতে নিহত হন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণদের জনপ্রিয় কনজারভেটিভ নেতা চার্লি কার্ক (৩১)।