Ridge Bangla

রাখাইনের স্কুলে জান্তার বোমা হামলায় ১৮ জন নিহত

মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামরিক জান্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলায় শিশুসহ অন্তত ১৮ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আন্তর্জাতিক মহলে এ হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আরাকান সেনাবাহিনী-নিয়ন্ত্রিত কিয়াউকতাও শহরের থায়াত তাবিন গ্রামে একটি বেসরকারি আবাসিক স্কুলকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকরা অবস্থান করছিলেন। বিস্ফোরণের পরপরই ভবনের বড় অংশ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ২৫ আগস্ট রাখাইনের ম্রাউক-ইউ শহরে জান্তার বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত ও ১৮ জন আহত হয়। নিহতদের মধ্যে ছিল তিন শিশু ও তিন কিশোর।

এএ’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে রাখাইনের ম্রাউক-ইউ, রামরি, রাথেডং এবং কিয়াউকতাও টাউনশিপে জান্তা বিমান হামলায় কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে লড়াই শুরু হওয়ার পর থেকে রাখাইনের ১৭টির মধ্যে ১৪টি টাউনশিপ দখল করেছে আরাকান আর্মি। এছাড়া পার্শ্ববর্তী চিন অঙ্গরাজ্যের পালেতোয়া শহরতলিও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বর্তমানে শুধু রাজ্যের রাজধানী সিত্তে, মানাউং এবং কিয়াকফিউ জান্তার হাতে রয়েছে। এর মধ্যে জান্তা সরকার এই বছরের ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন