জামালপুরে চার বছরের বিবাহিত দাম্পত্য জীবন কাটানোর পর আয়েশা খন্দকার (২২) নামের এক গৃহবধূ প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পর স্বামী তানজিদ ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্বামী অন্তর বলেন, সকালে এসে দেখেন তার স্ত্রী ঘরে নেই, আর ঘরের আসবাপত্রসহ সকল জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।
ওয়ারড্রোবে রাখা প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার এবং ২ লাখ ৩৫ হাজার টাকা উধাও হয়েছে। প্রায় চার বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের দ্বিতীয় বছর থেকেই আয়েশার জীবনে অন্য পুরুষের উপস্থিতি নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়।
ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়, যা শেষ পর্যন্ত এই ঘটনার দিকে নিয়ে যায়। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার তদন্ত চলছে। তানজিদ ইসলাম সকলের কাছে স্ত্রী ফিরে আসার জন্য দোয়া প্রার্থনা করেছেন।