Ridge Bangla

ভাঙ্গা উপজেলা: দুটি ইউনিয়নের অন্তর্ভুক্তি নিয়ে মহাসড়ক অবরোধ, যাত্রীদের ভোগান্তি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি ইউনিয়ন আলগি ও হামিরদীকে ফরিদপুর-৪ আসন থেকে আলাদা করে নগরকান্দা (ফরিদপুর-২) আসনে অন্তর্ভুক্ত করার ঘোষণার প্রতিবাদে সকাল থেকে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা ফরিদপুর-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল রুটের দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভাঙ্গা উপজেলার সাধারণ মানুষ অভিযোগ করেছেন, স্বাধীনতার পর থেকে উক্ত দুটি ইউনিয়ন ভাঙ্গার সঙ্গে সংলগ্ন থাকার কারণে তারা আবারও নগরকান্দার সঙ্গে যুক্ত হতে চান না। তারা জানান, ভাঙ্গার সঙ্গে পুনরায় যুক্ত না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধের এই আন্দোলন চালিয়ে যাবেন।

স্থানীয় রাজনীতিক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলও বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন