পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে দেশটির ধর্ম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ তার কার্যালয়ে ধর্ম উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। পরে উভয়পক্ষের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. সৈয়দ আতাউর রহমান, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাদেক আহমদ এবং বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সিলর মুহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থ, ধর্মীয় সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার নানা বিষয় উঠে আসে।
বৈঠকে দুই পক্ষ ধর্মীয় ডেলিগেশন প্রেরণের বিষয়ে ঐকমত্য পোষণ করেন। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা পাকিস্তানের খ্যাতনামা মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষা লাভের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। জবাবে ধর্মমন্ত্রী বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন।
ধর্ম উপদেষ্টা বৈঠকে বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বিদ্যমান। দেশের নাগরিকরা নিজেদের ধর্মীয় অনুশীলন নির্বিঘ্নে ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে পারেন। ৯১ শতাংশ মুসলমানের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষও এখানে সমান স্বাধীনতা উপভোগ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনন্য রোল মডেল।