ফরিদপুরে র্যাব অভিযান চালিয়ে এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে। তার পেটের ভেতর থেকে ২ হাজার ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব-১০-এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ভাঙা রাস্তার মোড়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এসময় কক্সবাজারের উখিয়ার বাসিন্দা মো. এনায়েত উল্লাহকে আটক করা হয়।
তিনি বিশেষ কৌশলে ইয়াবা পেটে বহন করছিলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক্সরে ও চিকিৎসকের সহায়তায় পেট থেকে ৪৪টি ছোট প্যাকেট বের করা হয়, যার মধ্যে মোট ২ হাজার ৩৫ পিস ইয়াবা ছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদউজ্জামান জানিয়েছেন, এনায়েত দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।