Ridge Bangla

জাহ্নবীকে নিয়ে মশকরায় শামিল, সমালোচনার মুখে সোনম বাজওয়া

সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরম সুন্দরী’-কে ঘিরে চলা ব্যঙ্গাত্মক মন্তব্যে সায় দেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনম বাজওয়া। এক জনপ্রিয় নেটপ্রভাবীর তীর্যক ভিডিওতে হাসির প্রতিক্রিয়া জানানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ‘পরম সুন্দরী’ ছবিতে জাহ্নবী কাপুর এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন, যার নাম ‘সুন্দরী’। ছবিতে তার সংলাপ উচ্চারণের ধরন নিয়ে দর্শক এবং সমালোচকদের মধ্যে বিভক্ত মত রয়েছে। একাংশ মনে করেন, জাহ্নবী চরিত্রের সঙ্গে যথাযথ মানিয়ে গিয়েছেন, অন্যদিকে সমালোচকরা মনে করছেন সংলাপ উচ্চারণে তিনি দুর্বল ছিলেন।

এই সমালোচনা আরও তীব্র আকার নিয়েছে অনালী সেরেজো নামে এক নেটপ্রভাবীর জাহ্নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করার পর। ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সোনম বাজওয়ার দেওয়া কমেন্টও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “অন্যকে নিয়ে হাসাহাসি করার আগে সোনমের নিজের অভিনয় দক্ষতা দেখার প্রয়োজন।” অন্যজন মন্তব্য করেছেন, “বলিউডে তারকাসন্তান ও বহিরাগতদের মধ্যে প্রকৃত বন্ধুত্ব থাকা সম্ভব নয়।”

উল্লেখ্য, ‘পরম সুন্দরী’-তে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে, সোনম বর্তমানে নতুন ছবি ‘বাগি ফোর’-এর কাজে ব্যস্ত। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে সোনমকে নিয়ে সমালোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে, যা বলিউডে তার ব্যক্তিগত ও পেশাগত চিত্রকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন