Ridge Bangla

শবনম ফারিয়ার রিসোর্টের খোঁজ, পরামর্শ দিলেন সারজিস আলম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে কাঞ্চনজঙ্ঘা সফরের জন্য রিসোর্ট খোঁজার বিষয়টি শেয়ার করেছেন। তিনি জানতে চেয়েছেন, পঞ্চগড় বা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২–৩ দিনের থাকার মতো হোটেল, রিসোর্ট বা স্টে হোমের সুপারিশ কেউ দিতে পারবে কি না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টা পর্যন্ত পোস্টে প্রায় এক হাজার ৮০০ টির মতো মন্তব্য এসেছে। তাদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য পরামর্শ দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সারজিস আলম। তিনি লিখেছেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটি এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!”

সারজিস আলমের মন্তব্যে এ পর্যন্ত ৬২২টি প্রত্যুত্তর এসেছে। তবে ফারিয়া এখনও এই মন্তব্যের উত্তর দেননি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি।

শবনম ফারিয়া বর্তমানে নিয়মিত অভিনয়ে নয়। অবসর সময়ে তিনি পরিবার ও ঘরোয়া জীবনকে সময় দেন। এছাড়া সময় পেলেই দেশের বিভিন্ন স্থান বা বিদেশ ভ্রমণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘুরে আসার অভিজ্ঞতা শেয়ার করতে ভালোবাসেন।

এ ঘটনায় দেখা গেছে, ফেসবুক এখন কেবল বিনোদনের মাধ্যম নয়, ছোট-বড় সমস্যার সমাধানেরও প্ল্যাটফর্ম। পরিচিত বা অচেনা মানুষদের মন্তব্য থেকে পর্যটকরা প্রয়োজনীয় তথ্য নিতে পারেন, যেমন এইবার শবনম ফারিয়ার কাঞ্চনজঙ্ঘা সফরের রিসোর্ট খোঁজে পরামর্শ মিলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন